ঢাবি থেকে ’ডক্টর অব লজ’ ডিগ্রি পাচ্ছেন লেমাহ
শিক্ষা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০৪ পিএম, ১২ মে ২০১৮ শনিবার | আপডেট: ০১:১২ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সমাজসেবী লেমাহ গবায়েই’কে ’ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হবে। আগামী ৬ অক্টোবর এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
’উইমেন অব লাইবেরিয়া ম্যাস একশান ফর পিস’ নামে দেশটিতে সামাজিক কাজ করে পদক পান লেমাহ গবায়েই। যা ২০০৩ সালের দেশটির সিভিল ওয়ারের ইতি টানতে বিশেষ ভূমিকা পারণ করে।
লেমাহ আমেরিকার ইস্টার্ণ মিনোনিট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। তিনি কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বারনারড কলেজের সুপরিচিত একজন ফেলো।
লেমাহ গবায়েই ১৯৭২ সালে ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি প্রায় ১৮টি আন্তর্জাতিক পদক অর্জন করেছেন। ২০১১ সালে তিনি তাওয়াকুল কারমান এবং এলেন জনসনের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পদক অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লেমাহ গবায়েইকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানাবে। সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিতে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম উপস্থিত ছিলেন।
সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় ১টি নির্বাহী কমিটি, ১টি ব্যবস্থাপনা কমিটি এবং ২৬টি উপ-কমিটি গঠন করা হয়।
