ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১৮:৪১:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে কাল পরীক্ষা-ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১২ মে ২০১৮ শনিবার | আপডেট: ০২:৩৯ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন জানান, আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা নিয়ে প্রজ্ঞাপন দাবিতে আগামীকাল রোববার ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

 

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

 

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবিতে গেলো বুধবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে একযোগে মানববন্ধন করা হয়।

 

১১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু কোটা বাতিল বা সংস্কারের সরকারি প্রজ্ঞাপন এখন পর্যন্ত না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।