সোনার দাম ফের বাড়ছে
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১২ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
হঠাৎ করেই বিশ্ববাজারে সোনার দামে বেড়েছে। প্রতি আউন্স সোনার দাম এক লাফে বেড়েছে ৩৬ ডলারে। এনিয়ে টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে বাড়ল সোনার দাম।
বিশ্ববাজারে সোনার এমন দাম বাড়লেও দেশে এর প্রভাব পড়েনি। এনিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আগামী মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি দেখার সিদ্ধান্ত নিয়েছেন। সেদিনই মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠকে বসবে। ওই বৈঠক থেকে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।
বাজুসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান আজাদ জানান, বিশ্ববাজারে দাম বাড়লেও স্থানীয় বাজারে সেভাবে প্রভাবটা পড়েনি। তাই আমরা আগামী মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি দেখবো। আমরা মঙ্গলবার বৈঠকে বসবো। এ অবস্থা অব্যাহত থাকলে দাম বাড়বে বলে ইঙ্গিত দেন তিনি।
গত এক মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ১৩৫ ডলার কমে যায়। টানা দরপতনের মধ্যে সম্প্রতি দেশের বাজারে দুই দফায় সোনার দাম কমানো হয়। দেশের বাজারে সোনার এই দাম কমানোর পর বিশ্ববাজারে দাম বাড়তে দেখা যাচ্ছে।
গত সপ্তাহের লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮৫৫ দশমিক ২৫ ডলার। সেখান থেকে ৮ মার্চ লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম এক হাজার ৮১০ ডলারে নেমে আসে।
