ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২১:১৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুইমিং পুলেও নারী-পুরুষ সমতা আনল জার্মানি

আন্তর্জাতিক ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ১২ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী-পুরুষ সমতায়নে যে দেশগুলো এগিয়ে রয়েছে, এ তালিকার প্রথমদিকেই থাকবে জার্মানির নাম। সম্প্রতি দেশটিররাজধানী বার্লিনের সুইমিং পুলেও নারী-পুরুষের সমতায়ন আনা হয়েছে। এখন থেকে পুরুষদের মতোই সাধারণ সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটতে পারবেন নারীরাও।

এক নারীর অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বেশ কিছুদিন আগে এক তরুণী পোশাক ছাড়াই শহরের কোনও একটি সুইমিং পুলে সাঁতার কাটতে চেয়েছিলেন। কিন্তু তাকে পানিতে নামতে দেওয়া হয়নি। এই ঘটনার পর থেমে থাকেননি তরুণী। এরপর নারী-পুরুষের সমান অধিকার চেয়ে সিনেটেও আবেদন করেন ওই তরুণী। সব দিক খতিয়ে দেখে সেখানকার স্থানীয় প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে। আর রায় যায় তরুণীর পক্ষে।

খবরে আরও বলা হয়, আইনি জটিলতা পেরিয়ে সাম্য রক্ষার অধিকার নিয়ে লড়াই করা সহজ ছিল না ওই তরুণীর।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি শহরের নারীরা। বার্লিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরুষরাও।