ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৫:৩৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বপ্নভঙ্গ হলো যুব বাঘিনীদের

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১২ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের কাছে ০-১ গোলে হেরে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশাভঙ্গ হলো বাংলাদেশের।

রোববার (১২ মার্চ) বিকেলে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। বল দখল আর আক্রমণ-প্রতিআক্রমণে এগোয় খেলা।

ম্যাচে রিপা-আকলিমাদের আক্রমণ রুখতেই ব্যস্ত ছিল ইরানের গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়রা। এদিন কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল যুব বাঘিনীরা। কিন্তু পার্সিয়ান মেয়েদের ডিফেন্স আর স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বাংলাদেশ।

আগের ম্যাচে তুর্কেমেনিস্তানকে ৭-১ গোলে হারিয়েছিল ইরান। আর তাই এই ম্যাচে ড্র করলেই পরবর্তী রাউন্ডে খেলতো ইরান। কিন্তু ড্র প্রয়োজন হলেও লিড নিতে মরিয়া ছিল দলটি।

কয়েকটি নিষ্ফল আক্রমণের পর ম্যাচের ৮৫তম মিনিটে স্বাগতিক গোলরক্ষক রূপনা চাকমার ভুলে ইরানকে লিড এনে দেন নেগিন জানদি। পিছিয়ে পড়ে চেষ্টা করলেও ফল পায়নি লাল-সবুজের মেয়েরা। আর এর মধ্য দিয়েই স্বপ্নভঙ্গ হলো যুব বাঘিনীদের।