ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৮:৪৪ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ময়লার স্তূপের ভিতর থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে জনতা হাউজিং কাঁচাবাজারের পাশে থেকে শিশুটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ভোরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী রবেলা ঝাড়– দিতে গিয়ে শিশুটির কান্না শুনতে পান। ময়লার স্তূপের দিকে এগিয়ে গেলে নবজাতক কন্যা শিশুটি দেখতে পান। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। প্রথমে শিশুটিকে মোহাম্মদপুর আরমান হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটি সুস্থ আছে।
