ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৭:০৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবিপড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকা ফিরছিলেন বাবা, রাস্তায় সব শেষ

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৯ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়েছে এক যাত্রীবাহী বাস। এই বাসে মাসুদ মিয়া মেয়ে সুইটিকে নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকা ফিরছিলেন।

রোববার (১৯ মার্চ) ভোরে গোপালগঞ্জ থেকে বাসে ওঠেন বাবা-মেয়ে। পরে ওই এলাকায় বাসটি পৌঁছালে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় সুইটি ঘটনাস্থলে মারা যান।

আহত ব্যক্তির নাম মাসুদ মিয়া। তাকে শিবচরের পাঁচ্চর এলাকার ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বেড়ে শুয়ে মেয়ের জন্য কাঁদছেন এই বাবা। তিনি গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগসে নিরাপত্তরক্ষী হিসেবে কর্মরত আছেন। সেখানেই পরিবার নিয়ে থাকেন।

মাসুদ মিয়া বলেন, ‘সুইটি (২০) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন। ঢাকার মিরপুরে ভাড়া বাসায় থাকতেন তিনি। রোববার সকালে মেয়েকে ঢাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। কিন্তু রাস্তায় আমার সবকিছু শেষ হয়ে গেছে।’

জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা প্রায় ১৭ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে।