ঢাকা, শনিবার ১৮, মে ২০২৪ ১৯:৫৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী শিক্ষার্থীর উপর যৌন নিপীড়নের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাহবাগে ১৯ মার্চ ‘শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীর উপর ছাত্রলীগ কর্তৃক যৌন নিপীড়ন রুখে দাঁড়াও’ শীর্ষক প্রতিবাদ কর্মসুচি এবং উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়। 
‘শিক্ষাঙ্গনে নারী নিপীড়নবিরোধী ঐক্য’ ব্যানার থেকে এই আয়োজন করা হয়। 
আয়োজনে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সময়ের সংবাদ প্রদর্শনীর মাধ্যমে ১৯৯৮ সালে থার্টি ফাস্ট নাইটে বেসকরকারি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ সাম্প্রতিক সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ কর্তৃক যৌন যন্ত্রাসের ইতিহাস তুলে ধরা হয়।

এই কর্মসুচি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা শিক্ষাঙ্গনে যৌন নিপীড়নের সাথে জড়িত প্রতিটি ছাত্রলীগ কর্মীর বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি মেয়েদের হলে ফেরার সময় এবং চলাফেরায় অহরহ যে নিয়ন্ত্রণ করা হয় তা বন্ধের দাবি তোলা হয়। কর্মসুচিতে প্রতিটি শিক্ষাঙ্গনে কেন্দ্রীয় এবং বিভাগীয়ভাবে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন এবং তাকে কার্যকরের কথা বলা হয়।

আলোচ্য কর্মসুচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, আইনজীবী সাদিয়া আরমান, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ এবং বিপ্লবী নারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আখতার। তরুণ সাংস্কৃতিক কর্মীর কবিতা আবৃত্তির পাশাপাশি এই কর্মসুচিতে সংহতি প্রকাশ করে বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানান পেশাজীবি ব্যক্তিবর্গ। কর্মসুচি শেষে উপস্থিত সবাই আগামী ২০ মার্চ, ২০২৩ সোহাগি জাহান তনুর ধর্ষণ এবং হত্যাকান্ডের ৭ বছরকে স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করে।