ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ১৮:৫১:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্য বছরের মতো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুরের অর্ধশত গ্রামের বাসিন্দারা রোজা পালন শুরু করেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম রোজা পালন করছেন ওই মতবাদের অনুসারীরা। এর আগে বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী রোজা পালনের ঘোষণা দেন।

এ মতবাদের অনুসারীরা জানান, এশার নামাজের পর বুধবার রাত সাড়ে ৮টায় তারা তারাবির নামাজ আদায় করেছেন। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ ছাড়াও হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের অর্ধশত গ্রামে একই সময় রোজা পালনের প্রস্তুতির সংবাদ পাওয়া গেছে।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী জানান, ‘সৌদি আরব ও মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে যেভাবে রমজান, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করা হয়। আমরাও চন্দ্রমাস হিসেব করে ঠিক একই নিয়মে ধর্মীয় বিধানগুলো পালন করছি।’