প্রধানমন্ত্রী কাল রাজশাহী যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:০৩ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার রাজশাহী সফরে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী সকালে জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) এসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এএসপি) কুচকাওয়াজ পরিদর্শন এবং তাদের সালাম গ্রহণ করবেন।
বিপিএ’র সুপারিনটেনডেন্ট অব পুলিশ আবদুস সোবহান আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৩৫তম বিসিএস ব্যাচের প্রবেশনারী পুলিশ কর্মকর্তাদের সামনে প্রধানমন্ত্রী নির্দেশনামূলক ভাষণ দেবেন।
পুলিশ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ঢাকায় ফিরবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি এবং অন্যান্য ঊর্ধ্বতন বেসামরিক, সামরিক এবং পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেবেন।
