ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ১:৩০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীর এগিয়ে চলা প্রকল্প

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারীর এগিয়ে চলা প্রকল্পের ৫টি কর্ম এলাকা ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা, পিরোজপুর জেলার কাউখালী উপজেলা, জামালপুর সদর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড মিরপুর কালশীর ১০০ জন ‘তরুণ নারী নেতাদের মিলনমেলা’  অনুষ্ঠিত হয়েছে।

অংশগ্রহণকারী ১০০জন তরুণ নারীদের অংশগ্রহণেই পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে নারীপক্ষের উদ্যোগে ‘নারীর এগিয়ে চলা’ প্রকল্প

নারীপক্ষ’র সদস্য এবং ‘নারীর এগিয়ে চলা’ প্রকল্পের সমন্বয়কারী কে এ জাহান রুমী স্বাগত বক্তব্যে বলেন, “নারীপক্ষ’ একটি সদস্যভিত্তিক, আন্দোলনমুখী নারী সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে স্বপ্ন দেখে আসছে নারী, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অধিকার সম্পন্ন নাগরিক ও মর্যাদা সম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। 

তিনি বলেন, নারীপক্ষ ধর্ম, বর্ণ, ভিন্ন পেশা, ভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির নারীদের সঙ্গে বিষয়ভিত্তিক ও ইস্যুভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় ‘নারীর এগিয়ে চলা’ প্রকল্প তরুণ নারীদের সঙ্গে কার্যক্রম বাস্তবায়ন করছে।” 

দেশের প্রত্যন্ত অঞ্চলের গারো ও হাজং নারীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নাচ গানের মধ্য দিয়ে তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি উপস্থাপন করেন। এই তরুণরাই পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারীকে অধিকার সম্পন্ন নাগরিক ও মর্যাদা সম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। 

এই তরুণরাই আমাদের আজকের বাংলাদেশ, তরুণরাই  দেশকে বিশ্বের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিবে।