ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১৫:১২:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী আইপিএলের ফাইনালে মুম্বাই

আন্তর্জাতিক ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো নারীদের নিয়ে আইপিএলখ্যাত উইমেন’স প্রিমিয়ার লিগ আয়োজন করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই। সেখানে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে মুম্বাই।

শুক্রবার (২৪ মার্চ) সেথা  মুম্বাইয়ের দিয়াই পাতিল স্টেডিয়ামে ইউপিকে ৭২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে মুম্বাই। ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ অলরাউন্ডার ন্যাট শিভার ব্রান্ট।

টস হেরে ব্যাট করতে নেমে ন্যাট শিভারের ৭২ রানে ভর করে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল বাকি থাকতে ১১০ রানে অলআউট হয় ইউপি। ইউপির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কিরণ নাগভিরে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি ইউপি। ২১ রান তুলতেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় ইউপির দলটি। চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে কিছুটা ম্যাচে ফেরার আভাস দেন গ্রেস হ্যারিস ও কিরণ নাগভিরে। কিন্তু ১৪ রান করে হ্যারিস ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় ইউপি। ১১০ রানে থামে তাদের ইনিংস।