ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ১৯:৪৩:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদযাত্রায় কোন দিনের ট্রেনের টিকিট কবে বিক্রি

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী মাসের (এপ্রিল) ২২ তারিখে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৭ এপ্রিল থেকে শুরু হবে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। আর ফিরতি টিকিট মিলবে ১৫ এপ্রিল থেকে। এবার অগ্রিম যাত্রা ও ফিরতির টিকিট বিক্রি করা হবে শুধু অনলাইনে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
নুরুল ইসলাম জানান, ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে কেবল অনলাইনে। আগামী ৭ এপ্রিল দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল দেওয়া হবে ২১ এপ্রিলের টিকিট।
ফিরতি যাত্রায় ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল বিক্রি করা হবে।
রেলমন্ত্রী আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।