ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৯:২২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্টর্মির মামলায় দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলের মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি। এর ফলে এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় বিচারের সম্মুখীন হলেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) মামলাটিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। সেই অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে বিচারকের একটি বোর্ড ট্রাম্পকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করার পক্ষে ভোট দেয়।

বিষয়টি নিশ্চিত করে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের একজন মুখপাত্র বলেন, আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে ট্রাম্প আত্মসমর্পণ করবেন।

মামলার বাদি স্টর্মি ড্যানিয়েল জানান, সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।

অন্যদিকে সম্পর্কের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প নিজেই শঙ্কা প্রকাশ করেছিলেন যে, তিনি গ্রেপ্তার হতে পারেন। গত ১৮ মার্চ নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানান। সূত্র : গার্ডিয়ান, সিএনএন