ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১৮:৪১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্যোগে নারী-শিশুদের অগ্রাধিকার দিতে হবে : চুমকি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার | আপডেট: ১২:৫০ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দুর্যোগের সময় নারী ও শিশুদের অগ্রাধিকার দিতে হবে। দুর্যোগের সময় নারী ও শিশুরা সবচেয়ে নাজুক অবস্থায় থাকে। সে জন্য দুর্যোগ পূর্ববতী সকল কার্যক্রমে এ বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।


আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ’সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজ্যাবিলিটি এন্ড ডিজাস্টার রিক্স ম্যানেজমেন্ট : ওমেন, এল্ডারস, ইউথস এন্ড চিলড্রেন এন্ড ডিজ্যাবিলিটিস ইন ডিআরএম’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমানের সভাপতিত্বে এই সেশনে দেশীয় ও আর্ন্তজাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অংশ গ্রহণকারী প্রতিনিধিরা নারী ও শিশুর বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেন।


আইন ও পলিসি প্রণয়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পূর্ব প্রস্তুতিমূলক যে ব্যবস্থা নেয়া হয় সে ক্ষেত্রেও নারী ও শিশুর বিষয়ে মনোযোগী হতে হবে।


তিনি বলেন, যে কোন আশ্রয় কেন্দ্র স্থাপনে নারী ও শিশুদের বিষয়টি মাথায় রাখতে হবে। মা যেন তার শিশুকে নিরাপদে মার্র্তৃদুগ্ধ পান করাতে পারেন সে ব্যবস্থা রাখতে হবে।


তিনি বলেন, দুর্যোগের সময়ও নারীরা বিভিন্নভাবে যৌন নির্যাতনেরও শিকার হয়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।