৪০ টাকায় শুরু সবজি , ডিমের দাম কমেছে
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৩ পিএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রমজানের প্রথম সপ্তাহে সবজির দাম কিছুটা বাড়লেও এখন অনেকটা নমনীয়। তবে ৪০ টাকা কেজি প্রতি দিয়ে সবজির বাজার শুরু করতে হবে ক্রেতাদের। সবজির পাশাপাশি ডিমের দামও সামান্য কমেছে। ব্রয়লার কেজি প্রতি ২২০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকা বিক্রি হচ্ছে।
অন্যদিকে ব্রয়লার মুরগির ডিমের হালি ৪০ টাকা যা গত সপ্তাহের থেকে দাম কিছুটা কমেছে। আর দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা, হাসের ডিম ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর ধানমন্ডি, রায়ের বাজার, মোহাম্মদপুর ও মধুবাজার এলাকার বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
রায়ের বাজারে দেখা যায়, সকাল থেকেই বাজারে কোনো সবজির কমতি নেই। সুন্দর করেই সাজানো রয়েছে সবজি। টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর। এ বাজারে টমেটো প্রতি কেজি ৪০ টাকা, লেবু রয়েছে তিন ধরনের প্রতি হালি ৩০, ৪০ ও ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। কাঁচা কলা ৩০ টাকা হালি, বেগুন প্রতি কেজি ৫০-৬০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৫০-৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৮০-১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, আম (কাঁচা) ১২০, গাজর ৫০ টাকা, পটল ৮০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা ও সাজনা প্রতি কেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র ধানমন্ডির প্রায় সব বাজারেই। প্রতিটি বাজারেই ৫ টাকা কম বেশি রয়েছে।
এছাড়া প্রতি কেজি ব্রয়লার ২২৫টাকা, লেয়ার প্রতি কেজি ৩৩০ টাকা, কক প্রতি কেজি ২৯০টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি গরুর গোশত ৭৫০টাকা দামে বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহের তুলনায় ৫০টাকা প্রতি কেজিতে গোশতের দাম কমছে বলে জানান বিক্রেতারা।
