ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১৪:২২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিচ্ছেদ নিয়ে নতুন কী ঘটল সানিয়া-শোয়েবের?

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সম্পর্ক এখন ঠিক কেমন তা নিয়ে জল্পনার অন্ত নেই। দু’জনে মুখে বিচ্ছেদের কথা না বললেও তাদের কর্মকাণ্ড বলছে, সম্পর্ক খুব একটা ভাল নেই। সম্প্রতি প্রিয়জনদের নিয়ে ইফতার পার্টি করেছেন সানিয়া। সেখান থেকেও বাদ পড়েছেন শোয়েব।

সানিয়ার ইফতার পার্টির ভিডিও ফেসবুকে দিয়েছেন সানিয়া। সেখানে ছেলে ইজহানসহ পরিবারের বাকিরা রয়েছেন। কিন্তু নেই পাকিস্তানের ক্রিকেটার। ভিডিওর ক্যাপশনে সানিয়া লিখেছেন, ‘প্রিয়জনদের সঙ্গে ইফতার।’  এর পর থেকেই অনেকে প্রশ্ন করেছেন, তা হলে কি সানিয়ার প্রিয়জনদের তালিকায় আর শোয়েব পড়েন না। নইলে তিনি কেন বাদ পড়লেন?

টেনিস জীবনকে বিদায় জানিয়েছেন সানিয়া। যে কোর্টে তার টেনিস জীবন শুরু করেছিলেন, সেই লাল বাহাদুর স্টেডিয়ামে খেলেই অবসর নিয়েছেন সানিয়া। তার আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে হেরে গিয়ে গ্র্যান্ড স্ল্যামকেও বিদায় জানান তিনি। 

টেনিস থেকে অবসরের পরে সানিয়া যোগ দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (আরসিবি)। নারী দলের ক্রিকেট পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন তিনি। যদিও ক্রিকেটে শুরুটা ভাল হয়নি সানিয়ার। নারীদের আইপিএলে প্লে-অফে উঠতে পারেনি আরসিবি।