ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৩৭:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রথম রোজায় বাজারে আগুণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:৩৭ পিএম, ২০ মে ২০১৮ রবিবার

আজ শুক্রবার থেকে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমযান শুরু। আজ সাপ্তাহিক ছুটি ছাড়াও রোজার দিন থাকায় সকালে বাজারে লোক সরগরম অনেকটাই কম দেখা গেল। তবে বাজারে সব পণ্যের দাম বাড়তি। ক্রেতারা বলছেন, প্রথম রোজায়ই বাজারে আগুণ লেগেছে। বাকী এক মাস কি অবস্থা দাড়াবে তা সময়ই বলে দেবে।

 

এদিকে ব্যবসায়িরা বলছেন, আজ বেলা বারার সাথে সাথে দাম ক্রমান্বয়ে বাড়বে। প্রতি বছরই প্রথম রমজানের দিন একই ঘটনা ঘটে থাকে। 

 

রাজধানীর খুচরা বাজার, রাজধানীর বাইরের খুচরা বাজারগুলোতে ঘুরে দেখা যায়, গতকালকে থেকে আজ সকাল পর্যন্ত কিছু কিছু জিনিসের দাম চক্রবৃদ্ধি হারে বাড়ছে। এর মধ্যে প্রথমেই আসে রোজার অপরিহার্য বেগুন ও শসার দাম। ভাল মানের শসার দাম প্রতি কেজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। দাম ইফতারের আগে আরও বাড়তে পারে। এদিকে কাচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। গতকালও যা ছিলো ৬৫ থেকে ৭০ টাকা কেজি। ধনেপাতা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি। 

 

সালাদের আরেক উপকরণ টমেটোর শশার মতই দাম। ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে টমেটো। আর বেগুনতো বর্তমানে সব্জির রাজা, যার দামের কাছে সবাই ভাজা ভাজা। প্রতিকেজি গোল বেগুন ১১০ থেকে ১২০ টাকা ও লম্বা বেগুন ১০০ থেকে ১১০ টাকায় বেচাকেনা হচ্ছে বাজারগুলোতে। লেবুর দাম প্রকার ভেদে হালি হিসেবে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।

 

বেগুনের বাড়তি দাম নিয়ে কথা বলতেই কলাবাগানের ফরহাদুল ইসলাম নামের এক বিক্রেতা বলে উঠলেন, ‘বেগুনের দাম কই আর বেশি। ১০০ থেকে ১২০ টাকায় বেচাকেনা হচ্ছে। আজকে যত সময় যাইবো দেখবেন গোল বেগুন ১৫০ থেকে ১৬০ টাকাও হয়ে যেতে পারে। প্রতিবছরই রোজাতেই তো এমন হয়,এ আর নতুন কি।

 

রমজানের আরেক ইফতারি আইটেম আলুর দাম কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা। এছাড়াও অন্যান্য সব্জির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সেগুলোর দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। অনেকেই ইফতারিতে পাকা কলা খান। পাকা সবড়ি কলা এখন হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত।

 

দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৫, আমদানি পেঁয়াজ ৪৫, রসুনের দাম বেড়ে ১০০ থেকে ১২০, চিনি ৬৫ থেকে ৭০ এবং চীনা আদার দাম ১২০ টাকা, দেশি আদার দাম ১৫০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া ছোলার কেজি ৮০ থেকে ৯০ টাকা,চিনি ৬০ থেকে ৬২ টাকা,খেজুর কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকা, মুড়ি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সয়াবিন তেলের দামও বাড়তির দিকে।

 

দামবৃদ্ধি অব্যাহত আছে মাছের বাজারেও। এই প্রসঙ্গে মাসুদ খন্দকার নামে এক ক্রেতা বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশ তো মানা হচ্ছে না। মাংস বিক্রি হচ্ছে ৫০০-৫১০ টাকা কেজি। খাসির মাংস ৭৫০-৭৮০, ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ ও দেশি মুরগি ৩৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আজ বাজারের প্রকৃত চিত্রটা পাওয়া যাবে ইফতারের আগে।