মেয়ে পটানোর কৌশল শিখিয়ে বিপাকে আর্জেন্টিনা ফুটবল
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৪৬ পিএম, ২০ মে ২০১৮ রবিবার
রাশিয়ার উদ্দেশে উড়াল দেয়ার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দেশটির সাংবাদিকদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছিল। এ কর্মশালায় সাংবাদিকদের জন্য দেয়া হয় একটি নির্দেশিকা। নির্দেশিকায় ছিল রুশ মেয়েদের সঙ্গে কীভাবে প্রেম করা যায় এবং শাররীরিক সম্পর্ক করা যায়। পরে বিষয়টি জানাজানি হলে সমালোচনা ঝড় উঠে। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সমালোচনার তোপে ক্ষমা চেয়েছে এএফএ।
রুশ ভাষা ও সংস্কৃতি শেখানোর অংশ হিসেবে এই নির্দেশিকা দিয়েছিল এএফএ। সেখানেই পরামর্শ হিসেবে দেওয়া হয়েছিল, অন্য মেয়েদের মতো রাশিয়ান মেয়েরাও খেয়াল করেন আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা ফিটফাট, শরীরে দুর্গন্ধ আছে কি না। পণ্য হিসেবে দেখাটা তারা পছন্দ করে কি না। শারিরীক সম্পর্ক তাদের আগ্রহ থাকলেও তারাও নিজেদের অনন্য হিসেবে গুরুত্ব পেতে চান। আর শারিরীক সম্পর্ক তারা একান্ত ব্যক্তিগতভাবেই দেখে।
এ প্রসঙ্গে দেশটির বৈষম্য ও বর্ণবাদবিষয়ক জাতীয় প্রতিষ্ঠানের (আইএনএডিআই) প্রধান ক্লদিও প্রেসম্যান বলেন, আমরা এএফএর সঙ্গে যোগাযোগ করে ব্যাখ্যা চেয়েছি। লেখাগুলো নারীদের প্রতি অবমাননাকর। আমাদের জন্য খুবই লজ্জাজনক।
এই নির্দেশিকায় রাশিয়ান মেয়েদের যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে অনেকে এএফএর প্রতি লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলেছেন। ওই সাংবাদিক দলের মধ্যে থাকা তিন নারী সাংবাদিক এই ইস্যুটি নিয়ে জোরদার জনমত তৈরি করেছেন।
এদিকে নির্দেশিকায় এসব কৌশল শেখানোর এই অংশকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে স্বীকার করেছে এএফএ। তারা ক্ষমা চেয়েছে। বিশ্বব্যাপী তীব্র সমালোচনার পর এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বুয়েনস আয়ারসে অবস্থিত রাশিয়ান কালচারাল হাউসে নিজে গিয়ে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
