ডিএমপির ইফতারে স্পিকার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:০৮ পিএম, ২০ মে ২০১৮ রবিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ শুক্রবার রাজধানীর রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত ইফতার মাহফিলের অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মহাপুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সংসদ সদস্য, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ সময় মুসলিম উম্মাহ, দেশ ও জাতির জন্য মহান আল্লাহর রহমত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
