এশিয়া কাপ বাছাই খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ নারী দল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১০ পিএম, ২৪ এপ্রিল ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ঈদুল ফিতরটা পালন করতে হয়েছে ঢাকায়। অনূর্ধ্ব ১৭ নারী দলের এই ত্যাগের কারণ সিঙ্গাপুরে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক পর্ব। সেই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছেড়েছে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের তত্ত্বাবধানে সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব -১৭ ওমেন্স এশিয়ান কাপ ইন্দোনেশিয়া ২০২৪ এর বাছাইপর্বের খেলা মাঠে গড়াবে। বাংলাদেশ আছে প্রতিযোগিতার ডি গ্রুপে। বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল হচ্ছে স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান।
আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই বাছাইপর্ব। উদ্বোধনী দিনে বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে। আর বাছাইপর্বের শেষ দিনে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর।
এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ মহিলা জাতীয় ফুটবল দল রোববার (২৩ এপ্রিল) রাত ১০টা ৩০মিনিটে ঢাকা ছাড়ে। সেখানে বাংলাদেশ দুটো সেশন পাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য। এরপরই নামতে হবে মাঠের লড়াইয়ে।
