রামপুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:০৭ পিএম, ২০ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৩:১৮ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
রাজধানীর রামপুরার মৌলভীরটেক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টিনশেড বাসার চালে লাকড়ি শুকানোর জন্য উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বারডেম পরে ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
