খালেদা জিয়ার ৩ মামলার শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২৭ পিএম, ২১ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কুমিল্লার নাশকতার দুইটি ও নড়াইলে মানহানির একটি মামলায় হাইকোর্টে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আজ সোমবার।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এ দ’টি আবেদন ৬৪ ও ৬৫ নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে গতকাল রোববার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা।
