ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৫:২৭:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাবি’র প্রথম নারী কোষাধ্যক্ষ আমিনা পারভীন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার

অধ্যাপক আমিনা পারভীন।  ছবি: সংগৃহীত

অধ্যাপক আমিনা পারভীন। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী কোষাধ্যক্ষ।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা আখতার। 

প্রজ্ঞাপনে বলা হয়, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে চার বছরের জন্য কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি।