ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১৪:৩১:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিমানবন্দরে যুব বাঘিনীদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিঙ্গাপুর থেকে দেশে ফিরল এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা বাংলাদেশ দল।

সোমবার (১ মে) সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দলকে ফুলেল শুভেচ্ছা জানান।

ফুলেল শুভেচ্ছার পাশাপাশি পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হওয়া দলের সবাইকে মিষ্টিমুখ করান ইমরান হোসেন তুষার। তবে এ সময় বিমানবন্দরে নির্বাহী কমিটির কেউই উপস্থিত ছিলেন না।

বাছাইয়ের প্রথম পর্বে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অন্যদিকে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় লাল-সবুজরা। ফলে ‘ডি’ গ্রুপের তিন দলের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ।