ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৩৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজকের বাজার দর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:১১ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

আজ মঙ্গলবার রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত আছে। রাজধানীর খুচরা বাজারগুলোতে ঘুরে দেখা যায়, সবজির দাম আগের থেকে আর বাড়েনি। সব্জি বাজার, মাংসের বাজার, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজ-রসুনের বাজারে সরবরাহ বিপুল।

 

রাজধানীর বঊ বাজার, শান্তিনগর কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, মালিবাগ বাজার, কলাবাগান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় তাজা ও কচি দেশি শসা ১২০ টাকা, সাধারণ দেশি শসা ৭০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০-৯০ টাকা, মাঝারি আকারের এক হালি লেবু ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির আগের দরই রয়েছে।

 

চালের দামে বইছে শান্তির সুবাতাস। নাজিরশাইল চাল ৬৪ থেকে ৬৮, মিনিকেট (মানভেদে) ৫৮ থেকে ৬২, পাইজাম ৫০, বিআর-২৮ ৫০ থেকে ৫২, স্বর্ণা ও পারিজ ৪৪, দেশি মশুর ডাল ১১০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৫, আমদানি পেঁয়াজ ৪৫, রসুনের দাম ১০০ থেকে ১১০, চীনা আদার দাম ১২০ টাকা,দেশি আদার দাম ১৫০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এগুলোর দাম আর বাড়েনি।

 

এছাড়া আগের মতই ছোলার কেজি ৮০ থেকে ৯০ টাকা, খেজুর কেজি প্রতি ২২০ থেকে ৫০০ টাকা। বড় আকারের মুড়ি বিক্রি হচ্ছে ৭৫ টাকা। স্বর্ণা ছোট মুড়ি বিক্রি হচ্ছে ৭০ টাকা। বরিশালের হাতে ভাজা মোটা মুড়ি বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে আজ প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়।

 

ফার্মের কক মুরগি ও মাছের দর আগে থেকেই চড়া। খুচরা বিক্রেতারা গরুর মাংস বিক্রি করছেন ৫০০ থেকে ৫১০ টাকা দরে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৬০ থেকে ১৬৫ টাকায় উঠেছে।

 

মাছের বাজারে গিয়ে দেখা যায় মাছ প্রতিকেজি কালিবাউস ২৫০, কাতল ৩২০, পাঙ্গাশ ১১০, রুই ৩২০, সিলভারকার্প ১৫০, তেলাপিয়া ১৬০ থেকে ১৮০, শিং ৫০০ থেকে ৭০০ ও চিংড়ি ৫৫০ থেকে ৭০০, ইলিশ (আকারভেদে) ৫০০ থেকে ১০০০ টাকা, বোয়াল ৮০০ টাকা,পাবদা ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।