ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ০:৪১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেত্রকোণায় স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের স্কুলছাত্রীকে বখাটে কর্তৃক কুপিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ যথাযথ শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে শোক প্রকাশ করে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বুধবারের বিভিন্ন জাতীয় দৈনিকের খবরের বরাতে বলা হয়, প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও বারহাট্টা নারী প্রগতি সংঘের ইয়ুথ গ্রুুপের সদস্য বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন একই গ্রামের সামসু মিয়ার ছেলে কাউসার মিয়া। ওই স্কুলছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করতেন কাউসার মিয়া। সপ্তাহখানেক আগে বিষয়টি কাউসারের পরিবারকে জানায় স্কুলছাত্রীর পরিবার। ২ মে (মঙ্গলবার) দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন সহযোগীকে নিয়ে স্কুলছাত্রীর পথ আটকা কাউসার। একপর্যায়ে ধারাল দা দিয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে আহত করে কাউসার। পরে স্থানীয় লোকজন স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

স্কুল-কলেজ ও রাস্তায় চলাচলের পথে ছাত্রীরা উত্ত্যক্তকরণ ও যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরণের সহিংসতার শিকার হচ্ছে এবং এরফলে তাদের পড়ালেখা করা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির বিবৃতিতে বলা হয়, নারী ও কন্যার জীবনের নিরাপত্তা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং তাদের স্বাধীন চলাচল ও স্বাভাবিক জীবনধারণ বিঘ্নিত হয়ে পড়ছে। 

এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তিরোধে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকার, সংশ্লিষ্ট প্রশাসন ও মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানিয়ে সংগঠনটি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।