বাবা, মা-সহ তিন বছরের শিশুকে পিষে দিলো হাতির দল
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৫ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সারা দিনের কাজের পর বেঘোরে ঘুমাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পাশে ঘুমিয়ে ছিল তিন বছরের মেয়ে। তিন জনকেই পিষে দিল হাতির দল। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের। ভারতের ঝাড়খণ্ডের লাতেহার জেলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ এই ঘটনা হয়েছে। মালহান পঞ্চায়েতের একটি ইটভাটায় কাজ করতেন ফানু ভুঁইয়া (৩০)। রাজধানী রাঁচী থেকে ৮০ কিলোমিটার দূরে। ইটভাটার কাছেই একটি ঝুপড়িতে থাকতেন ফানু। শুক্রবার রাতে সেখানেই ঘুমিয়েছিলেন তিনি, তার স্ত্রী ববিতা দেবী (২৫) এবং তিন বছরের মেয়ে।
চান্দওয়া থানার পুলিশ আধিকারিক অমিক কুমার বলেন, ‘‘মাঝরাতে একপাল হাতি ওই ইটভাটা এলাকায় আসে। একই পরিবারের তিন জনকে পিষে দেয়, বাকি শ্রমিকেরা হাতি আসতে দেখে পালিয়ে যান।’’
তিনি আরও জানান, তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য লাতেহার হাসপাতালে পাঠানো হয়েছে।
লাতেহার ডিভিশনের বন কর্মকর্তা রৌশন কুমার জানান, গত কয়েক দিন ধরেই বালুমঠ এবং চান্দওয়া বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রায় ১৪টি হাতি। বৃহস্পতিবার চাকলা এলাকায় দেখা গিয়েছিল হাতির দলটিকে। স্থানীয়দের সতর্ক করা হয়।
তিনি জানান, রাত দেড়টা নাগাদ ইটভাটা এলাকায় ঢুকে পড়েছিল হাতির দল। সে সময় ওই তিন জন ঘুমিয়েছিলেন। সে কারণে টেরই পাননি।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়োয়া জেলা থেকে কাজ করতে এসেছিল ওই শ্রমিক পরিবার। বন কর্মকর্তা জানিয়েছেন, মৃতদের পরিবারের সদস্যকে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার
