অধ্যাপক হাবিবা খাতুন বৃত্তি পেলেন ঢাবি’র ৫ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৩২ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার
বিএ (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন বৃত্তি’ লাভ করেছেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন আজিম উদ্দিন, রেদওয়ানুল করিম, আবদুল্লাহ আল মতিন, তাওহিদ-ই-জাহান ও সৈয়দ মুনতাসির মুহাইমেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ মঙ্গলবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন।
এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাফিজা খাতুন, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুনসহ বিভাগীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবী ছাত্র-ছাত্রীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বৃত্তি প্রাপ্তদের অভিনন্দন জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. হাবিবা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।
