ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৫:১৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতীয় ক্রিকেটারের স্ত্রীকে পুলিশের ‘চড়-থাপ্পর’

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৩৪ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার

পুলিশি লাঞ্চনার শিকার হয়েছেন ভারতীয়জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা সোলাঙ্কি। গুজরাটের জামনগরে সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।

 

এনডিটিভির খবরে বলা হয়, গুজরাটের জামনগরের সারু সেকশন রোডে গাড়ি নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা। সেই সময়ে তার গাড়ির সঙ্গে এক পুলিশ সদস্যের বাইকে ধাক্কা লাগে। এরপরেই সঞ্জয় আহির নামে এক পুলিশ সদস্য তাকে চড় মারেন।

 

জাদেজার স্ত্রীকে গাড়ি থেকে বের করে এনে শারীরিকভাবে লাঞ্চনা করে বাইক চালক এ কনস্টেবল৷ এমন কী জাদেজার স্ত্রীকে ঐ কনস্টেবল একাধিকবার থাপ্পড় ও চুলের মুঠি ধরে মারেন বলেও অভিযোগ পাওয়া গেছে

 

বিজয় সিং নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘ওই পুলিশ কনস্টেবল রিভাকে চড় মেরেই শুধু ক্ষান্ত হননি। রিভার চুল ধরেও টানাটানি করেন তিনি। পরে পুলিশ সদস্যের এই নিষ্ঠুরতা থেকে আমরা তাকে উদ্ধার করি।

 

এদিকে নির্যাতনের খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয় গুজরাট পুলিশ। সঞ্জয় আহিরকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে জামনগরের জেলার পুলিশ সুপার (এসপি) প্রদীপ সেজুল জানান, ‘মোটরবাইকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই রবীন্দ্র জাদেজার স্ত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন ওই পুলিশকর্মী। আমরা ওই নারীকে সাহায্য করছি। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

রবীন্দ্র জাদেজার বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার হিসেবে খেলছেন।