ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ০:৪২:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নিলো দুই শতাধিক স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

"আর নয় বাল‍্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে" ছেলে একুশ মেয়ে আঠারো, এর আগে বিয়ে নয় কারো" শ্লোগানে নোয়াখালীতে বাল‍্যবিবাহ প্রতিরোধে শপথ নিলো দুই শতাধিক স্কুলছাত্রী।

মঙ্গলবার (৯ মে) দুপুরে জেলা শহর মাইজদীর পৌর কল‍্যাণ উচ্চ বিদ‍্যালয়ের হলরুমে বেসরকারি  উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে বাল‍্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ক‍্যাম্পেইন স্কুল ছাত্রীরা এ শপথ নেয়।

ক‍্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ছাত্রীদের বাল‍্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষায় শপথ বাক্য পাঠ করান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার।

পৌর কল‍্যাণ উচ্চ বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং ইপসার জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক কামরুন নাহার, সাংবাদিক ফয়জুল ইসলাম জাহান, বাঙালী লোক শিল্প সংস্থা, নোয়াখালীর সভাপতি ইন্দ্রজিত নন্দী।

বাল‍্যবিবাহ প্রতিরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ‍্যমাত্রা অর্জন ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন‍্য সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ‍্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেন বক্তারা।

গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্ল‍্যান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বাস্তবায়িত সিওয়াইসিডিপি এর আওতাধীন কম্বেটিটং অরলি ম‍্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প আওতায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।