ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৫:১৮:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিতর্কে জড়ালেন সানিয়া মির্জা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:২৫ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

নতুন করে বিতর্কে জড়ালেন টেনিস তারকা সানিয়া মির্জা। পোল্ট্রির এক বিজ্ঞাপন করে রীতিমত সমালোচনা শুনতে হচ্ছে এ তারকাকে। শুধু তাই নয়, পোল্ট্রির এ বিজ্ঞাপন থেকে টেনিস তারকাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেন্টার অব সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (এসসিই)।

 

অ্যাডভার্টাইজমেন্ট স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়ার (এএসসিআই) বিচারেও ওই বিজ্ঞাপন জনমনে বিভ্রান্ত তৈরি করেছে। এসসিইর বক্তব্য, সানিয়া মির্জা যে পোল্ট্রির বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত সেখানে যে বার্তা দেওয়া হয়েছে তা দ্ব্যর্থ ও বিভ্রান্তিমূলক। এই প্রথম নয়, এর আগেও সেন্টার অব সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের তরফে চিঠি দিয়ে সানিয়াকে ওই বিজ্ঞাপন থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল।

 

এ ব্যাপারে সিএসই’র ভারতের খাদ্য নিরাপত্তা ও টক্সিনসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, আমিত খুরানাও সানিয়াকে ওই বিজ্ঞাপন থেকে সরে যেতে অনুরোধ করেছিলেন। সিএসই’র গবেষণার ওপর বিচার করে এএসসিআই জানিয়েছে, বিজ্ঞাপনটি সততা এবং সত্যতার নীতি লঙ্ঘন করেছে।

 

অল ইন্ডিয়া পোল্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে ২৩ মে’র মধ্যে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেয়ার অথবা সংশোধন করার নির্দেশ দিয়েছে এএসসিআই। যদিও সানিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন জবাব পাওয়া যায়নি।