ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১০:৪১:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টানা ৬২ ম্যাচ জেতা বার্সাকে আটকে দিল সেভিয়া

স্পোর্টস ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১২ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছেলেদের ফুটবলে এখনো লিগ শিরোপা নিশ্চিত হয়নি বার্সেলোনার। অপেক্ষায় রেখেছে জাভি হার্নান্দেজের দল। তবে মেয়েদের ফুটবলে অপেক্ষা এরই মধ্যে শেষ। স্প্যানিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লিগা এফ জেতা নিশ্চিত করেছেন বার্সেলোনার মেয়েরা।

টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের পথে ম্যাচ জয়ে দুর্দান্ত এক রেকর্ড গড়েছে বার্সেলোনা। লিগ প্রতিযোগিতায় জিতেছে টানা ৬২ ম্যাচ। সংরক্ষিত তথ্য–উপাত্ত অনুসারে পেশাদার পর্যায়ের প্রতিযোগিতায় এটিই কোনো দলের টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড।

বার্সেলোনার মেয়েদের টানা জয়ের এই দৌড় থেমেছে বুধবার রাতে। লিগের ২৮তম ম্যাচে সেভিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে তারা। ৫৩ মিনিটে সেভিয়ার ক্রিস্তিনা মার্তিন–প্রিয়েতো সেভিয়াকে এগিয়ে দেওয়ার পর ৮০ মিনিটে সমতাসূচক গোল করেন আনা–মারিয়া ক্রনোসেভিচ। ২০২১ সালের জুনের পর এই প্রথম লিগে পয়েন্ট খোয়াল বার্সেলোনা।

লিগা এফে বার্সেলোনা সর্বশেষ হেরেছিল আতলেতিকো মাদ্রিদের কাছে। ওই ম্যাচের পর মৌসুমের বাকি পাঁচ ম্যাচ, ২০২১–২২ মৌসুমের পুরো ৩০ ম্যাচ এবং ২০২২–২৩ মৌসুমের ২৭তম ম্যাচ পর্যন্ত প্রতিটি খেলাতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। চলতি মৌসুমের শেষ তিনটি ম্যাচ জিততে পারলে টানা দুটি মৌসুমে সব ম্যাচ জয়ের অনন্য রেকর্ড গড়া হয়ে যেত। তবে সেটি না হলেও টানা সর্বোচ্চ জয়ের অনন্য রেকর্ডটা এরই মধ্যে হয়ে গেছে।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, বার্সেলোনার মেয়েদের দলটি গত জানুয়ারিতে টানা ৫০ জয়ের মাইলফলক স্পর্শ করে। ওই সময় ফিফা বলেছিল, পূর্ণ পেশাদার লিগের মধ্যে এত বেশি টানা জয়ে বার্সেলোনাই প্রথম।