তাজিন আহমেদের দাফন আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:১৭ এএম, ২৩ মে ২০১৮ বুধবার | আপডেট: ০১:২৪ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার
অভিনেত্রী তাজিন আহমেদের দাফন আজ বুধবার সম্পন্ন হবে। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, আজ দুপুরের পরে জানাজা হবে। গোসল শেষে তাজিনের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হবে। সেখান থেকেই নিয়ে যাওয়া হবে সমাধিস্থলে।
ধারণা করা হচ্ছে, রাজধানীর বনানী গোরস্তানে তাজিনের বাবার কবরের পাশেই সমাহিত করা হবে।
এদিকে তাজিনের মরদেহ শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়ে যাবার পরিকল্পনাও রয়েছে।
তাজিন আরণ্যক নাট্যদলের কর্মী ছিলেন। আরণ্যকের আয়োজনেই তাজিনকে সম্মান জানানো হতে পারে। তাজিন আহমেদকে দেখতে উত্তরা রিজেন্ট হাসপাতালে ছুটে আসেন আরণ্যক নাট্যদলের কর্ণধার মামুনুর রশীদ।
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার মারা গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার সকালের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে, তাকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নেয়া হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তাজিন আহমেদ। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও জনপ্রিয়তা পান তিনি। নাট্যজগতে কাজের শুরুর দিকে তিনি আরণ্যক নাট্যদলের মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় করেন। পরে টেলিভিশন নাটক করে খ্যাতি অর্জন করেন। তবে গত কয়েক বছর টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তিনি। তবে কিছুদিন আগে মঞ্চে আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয় করেন তাজিন।
গত বছর নতুন রাজনৈতিক সংগঠন `বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে` (এনডিএম) যোগ দিয়েছিলেন তাজিন আহমেদ। দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) পদ পেয়েছিলেন তিনি।
মায়ের হাত ধরেই অভিনয়ে আসেন তাজিন আহমেদ। মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। ‘নাট্যজন’ নাটকদলের হয়ে তিনি মঞ্চে কাজ করেছেন। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দিয়ে জীবনের শেষ পর্যন্ত আরণ্যকের সাথেই ছিলেন।
বিটিভির স্বর্ণালী সময়ে টিভিনাটকে অভিনয় করে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তাজিন আহমেদ। বিটিভির সময়টাতে একচ্ছত্র জনপ্রিয়তা ছিল তাজিন আহমেদের। অসংখ্য নাটকে আজিজুল হাকিম, জাহিদ হাসান ছিলেন তাজিনের সহশিল্পী।
রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করতেন তাজিন। লেখালেখিও করেন তিনি। তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি। তাজিন আহমেদের জন্ম ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালী জেলায়। তিনি বেড়ে উঠেছেন পাবনায়।
তাজিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
