ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২২:০৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মনে যা আসে তা লিখতে ভালো লাগে : সেবিকা দেবনাথ

সেবিকা দেবনাথ

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৪ এএম, ২৩ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৪:০৮ এএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

 

কেন এ পেশায় এলেন : লেখালেখির প্রতি আগ্রহ থেকে এ পেশায় আসা।

 

পেশা বদলের কোনো ইচ্ছে আছে : নাহ।

 

কি ভাবে এ পেশায় এলেন : স্কুল জীবনে লেখালেখি করতাম। অনার্স পরীক্ষার পর সাংবাদিকতার উপর স্নাতক কোর্স করি। এবং তখন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখালেখি শুরু করি। এরপর নিউজ নেট ওয়ার্ক থেকে ছয় মাসের ফেলোশীপ করি। করার পর দৈনিক দেশ বাংলা পত্রিকার ফিচার পাতায় কাজ করা শুরু করি।

 

প্রিয় মানুষ : মা-বাবা।

 

প্রিয় বন্ধু : মা ও বন্ধু সৈয়দ মোহাম্মদ মায়াজ সালেহীন।

 

প্রিয় লেখক : সুনীল গঙ্গোপধ্যায়।



প্রিয় সখ : ঘূরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া।

 

প্রিয় খাবার : মায়ের হাতের সব রান্না।

 

প্রিয় উক্তি : ‘মানুষ ভূত ভাবতে ভাবতে এক সময় সে নিজেই ভূত হয়ে যায় : স্বামী বিবেকান্দ।’

 

প্রিয় গান : মাঝে মাঝে তব দেখা পাই.....।

 

প্রিয় গায়ক/গায়িকা : লতা মুঙ্গেশকর, মান্না দে, সতী নাথ, সুবীর নন্দি।

 

প্রিয় খেলা : ক্রিকেট।

 

প্রিয় খেলোয়াড় : শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, বাংলাদেশের আকরাম খান, মাশরাফি বিন মুর্তজা।

 

আপনি যার কাছে কৃতজ্ঞ : বাবা-মা ও বন্ধু মায়াজ। যারা সাংবাদিকতায় আসার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু ও সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের।

 

খুব ভালো লাগে যা করতে : পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। মনে যা আসে তা লিখতে।

 

আপনার আদর্শ মানুষ : স্বামী বিবেকানন্দ।

 

কার মত হতে চান : যারা ভাল কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের মত হতে চাই।

 

অবসর কাটে কি ভাবে : টিভি দেখে, পরিবারের সঙ্গে গল্প করে, বই পড়ে।

 

সুখের স্মৃতি : রিপোর্টের জন্য জীবনে প্রথম যে দিন পুরস্কার পেলাম।

 

যা ভুলতে পারেন না : নিমতলী অগ্নিকান্ডের ঘটনার পর সেখানকার বিভৎসতা।

 

অবসর জীবনে কি করবেন : মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত লিখে যেতে চাই।

 

ভবিষ্যৎ পরিকল্পনা : জীবনে অন্তত একটা ভাল কাজ করে যেতে চাই।

 

৥ সেবিকা দেবনাথ : স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ