ঘূর্ণিঝড় ‘মোখা’: পায়রা বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৩ এএম, ১৪ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে পটুয়াখালীর পায়রা বন্দরের আমদানি ও পণ্য খালাসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের চ্যানেল থেকে সরিয়ে নেয়া হয়েছে তিন বিদেশি জাহাজ। নতুন খনন করা চ্যানেল সুরক্ষিত রাখতে শনিবার (১৩ মে) বিকেল থেকে ইনার থেকে জাহাজ গুলোকে সরিয়ে নেয়া হয়।
বন্দর সূত্রে জানা যায়, এমভি আর্ক রাফায়েল, এমভি ওয়াইএম এডভান্স ও এমভি প্লাজিকা নামের এই মাদার ভ্যাসেল তিনটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে এসেছিলো। এরমধ্যে এমভি আর্ক রাফায়েল কয়লা খালাস শেষে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। বাকি দুটি জাহাজ ইনার এ্যানক্রোজ থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এছাড়াও বন্দরে থাকা লাইটার জাহাজগুলোও সরিয়ে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নতুন খনন করা রামনাবাদ চ্যানেলকে সুরক্ষিত রাখতে জাহাজ গুলো সরিয়ে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ে আঘাত হানলে চ্যানেলের ওপর কি ধরণের প্রভাব পড়ে সেটিও নজরদারি করছে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জানডিনুল।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, পায়রা বন্দরে ৭৫ কিলোমিটারের চ্যানেলকে ঝুঁকিমুক্ত রাখতে সকল জাহাজ সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখা থেকে ঝুঁকি এড়াতে লাইটারেজ জাহাজগুলোও ইনার থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। সব মিলিয়ে পায়রা বন্দর এখন ঝুঁকিমুক্ত।
