ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ২১:২৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মোখায় ক্ষ‌তিগ্রস্থ‌দের আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় মোখায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ সহায়তা হিসেবে আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ঢাকার মার্কিন দূতাবাস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহায়তার এ খবর জানিয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণ এবং রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছে যুক্তরাষ্ট্রের মানুষ।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রবিবার বাংলাদেশের কক্সবাজার এবং উত্তর মিয়ানমার উপকূলে আঘাত হানে।

ঝড়ের তাণ্ডবে কক্সবাজার জেলায় ১২ হাজারের বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ শর বেশি ঘর-বাড়ি। আর কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির রোহিঙ্গা ক্যাম্পে আড়াই হাজারের মত ঘর ধসিয়ে দিয়ে গেছে এ ঘূর্ণিঝড়।

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত পাঁচ দশকের অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র সরকার দুর্যোগ প্রস্তুতি এবং পরবর্তী ব্যবস্থাপনা উন্নত করতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ৯০০ বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দিয়েছে এবং পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে অর্থায়ন করেছে, যা ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য দুর্যোগ থেকে বাংলাদেশের লাখো মানুষকে নিরাপদ রখেছে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্যও সবচেয়ে বেশি অবদান রেখে আসছে যুক্তরাষ্ট্র।”