ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১০:৪১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্রিকেট-র‌্যাংকিং: নিগার-ফাহিমার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক ও ব্যাটার নিগার সুলতানা ও লেগ স্পিনার ফাহিমা খাতুনের।
নারীদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ আজ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সদ্য শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি শেষ করেছে বাংলাদেশ নারী দল। ব্যাট হাতে সিরিজে ১১৩ রান করেন নিগার। প্রথম ম্যাচে ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ৬ উইকেটের দুর্দান্ত জয় পাইয়ে দেন  নিগার। নিগারের অধিনায়কোচিত ইনিংসে ৯ বছর পর শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের দুই ম্যাচে ৭ ও ৩১ রান করেন নিগার। এতে  চার ধাপ এগিয়ে ১৮তমস্থানে উঠেন তিনি।
সিরিজে বল হাতে ৫ উইকেট নেন ফাহিমা। ২৯ ধাপ এগিয়ে ৫৬তমস্থানে জায়গা করে নেন তিনি।
ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তুর। বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়া সিরিজে ১০৩ রান করেন তিনি। দুই ধাপ এগিয়ে নবমস্থানে উঠেছেন আতাপাত্তু।
ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা, বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।