বাজারে পণ্যের দাম উঠানামা করছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:১০ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৯ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার
আজ বৃহস্পতিবার, রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উঠানামা করছে। একটির দাম বাড়ছে, অন্যটির দাম কমছে। দামের কোন খেই নেই। আবার রাজধানীর এক এক জায়গায় দামভেদে ৫ থেকে ৮ টাকার তারতম্য খেয়াল করা গেল। ঢাকার বাইরে অবশ্য দাম কম। প্রতি রোজা এলেই পুরো বাংলাদেশের এটি স্বাভাবিক চিত্র হয়ে দাড়ায়।
রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা যায়, সবজির দাম আগের মতই। সবজি বাজার, মাংসের বাজার, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজ-রসুনের বাজারে বরবরের মতই সরবরাহের শেষ নেই। রাজধানীর শ্যামবাজার, হাতিরপুল বাজার, শান্তিনগর কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার,মালিবাগ বাজার, কলাবাগান বাজার বিভিন্ন সব্জীর বাজার ঘুরে দেখা যায় তাজা ও কচি দেশি শসা ১০০ থেকে ১১০ টাকা, সাধারণ দেশি শসা ৬৫ থেকে ৭০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০-৯০ টাকা ,মাঝারি আকারের এক হালি লেবু ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সব্জির আগের দরই রয়েছে।
চালের দামে বড় কোন পরিবর্তন আসেনি। নাজিরশাইল চাল ৬৪ থেকে ৬৭, মিনিকেট (মানভেদে) ৫৮ থেকে ৬২, পাইজাম ৫০, বিআর-২৮ ৫০ থেকে ৫২, স্বর্ণা ও পারিজ ৪২, দেশি মশুর ডাল ১১০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৪, আমদানি পেঁয়াজ ৩৮ থেকে ৪২, রসুনের দাম ১০০ থেকে ১১০, চীনা আদার দাম ১২০ টাকা,দেশি আদার দাম ১৫০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এগুলোর দাম আর বাড়েনি।
এছাড়া আগের মতই ছোলার কেজি ৮০ থেকে ৯০ টাকা, খেজুর কেজি প্রতি ২২০ থেকে ৫০০ টাকা। বড় আকারের মুড়ি ৭৫ টাকা,স্বর্ণা ছোট মুড়ি ৭০ টাকা, বরিশালের হাতে ভাজা মোটা মুড়ি বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে আজ প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়।
ফার্মের কক মুরগি ও মাছের দর আগের মতই। খুচরা বিক্রেতারা গরুর মাংস বিক্রি করছেন ৫০০ থেকে ৫১০ টাকা দরে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৬০ থেকে ১৬৫ টাকায় উঠেছে। আজকের বাজারে লোক সমাগম তেমন একটা চোখে পড়েনি। যেহেতু কাল বন্ধের দিন শুক্রবার, বাজার কাল জমে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
