ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৪:১২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শীলা প্রামানিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যার উদ্দেশ্য ভালো তার কর্মও ভালো। সেই কর্মের চেষ্টায় সাফল্য অর্জন করেছেন কলেজ শিক্ষক শীলা প্রামানিক। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে এবার সিরাজগঞ্জ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছেন। 
এ শ্রেষ্ঠ মনোনীত শিক্ষক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং তিনি রাজশাহীর বাগমারা উপজেলার সন্তান। সোমবার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ'র স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে তিনি ২০২২ খ্রিস্টাব্দেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হন। 

এবার ২০২৩ সালে উপজেলা পর্যায়ের পর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে শীলা প্রামাণিক বলেন, "এ সফলতা আমার একার নয়। এ সফলতা আমার পরিবারের, এ সফলতা চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত। সব সময়ই চেয়েছি ছাত্র-ছাত্রীদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আধুনিক, যুগোপযোগী ও সংস্কৃতিমনা করে গড়ে তুলতে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সবসময় সচেষ্ট। শিক্ষকতা পেশায় পরপর এমন সফলতার সংযোজন আরো অনুপ্রেরণা যোগাচ্ছে এবং কলেজের ভাবমূর্তি ক্রমান্বয়ে আরো উজ্জ্বল হয়ে উঠেছে । উল্লেখ্য, তিনি ২০২২ সালে কামারখন্দ উপজেলা পর্যায়ে এবং সিরাজগঞ্জ জেলায় শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা লাভ করেন। তিনি ২০০৩ সালে ওই কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ২০২২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ২০১২ সাল থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ ও ১৮ সালে একই বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন এবং ভিজিলেন্স টিমের দায়িত্বও পালন করে থাকেন। তিনি সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারসহ বিভিন্ন স্মার্ট ডিভাইজে দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। তিনি অত্যন্ত সংস্কৃতিমনা, একাধারে একজন কবি ও আবৃত্তি শিল্পী এবং আজ আগামী ২৪.কম এর সাহিত্য সম্পাদক। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা সাতটি। এছাড়াও জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকা  ও অনলাইন সাহিত্য ম্যাগাজিনে তার বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা প্রকাশিত হয়। তিনি কিশোর অপরাধসহ সমাজের নানাবিধ অবক্ষয়ের উপর আর্টিকেল লিখে থাকেন এবং বিষয়ভিত্তিক শিক্ষা দানের পাশাপাশি শিক্ষার্থীদের অপরাধ জগৎ থেকে দূরে রাখার জন্য উপদেশনা ও নির্দেশনা দিয়ে থাকেন। তিনি শিক্ষার্থীদের প্রতিনিয়ত প্রমিত ও শুদ্ধ উচ্চারণ ও বানান চর্চায় নিজেকে সদা ব্যস্ত রাখেন। তার একান্ত নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার এ সফলতার জন্য পরিবারের পাশাপাশি সকল শুভাকাঙ্ক্ষী ও প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
সকলের সহযোগিতায় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযোদ্ধা হিসেবে শিক্ষার্থীদের স্মার্ট, আধুনিক জ্ঞান সম্পন্ন মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এদিকে শিক্ষক শীলা প্রামানিকের এ অর্জনে কলেজপাড়াসহ জেলায় প্রশংসীত হয়েছেন।  শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো দায়িত্ব ও চিন্তাশীল শিক্ষক গড়ে ওঠা প্রয়োজন বলে বিশিষ্টজনেরা এ অভিমত ব্যক্ত করেছেন।