ঢাকায় বিধবা ভাতা প্রদান করা হবে : মেনন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৪ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শিঘ্রই ঢাকায় বিধবা ভাতা প্রদান করা হবে। কেন ঢাকা শহরে বিধবাভাতার প্রচলন নেই তা খতিয়ে দেখা হচ্ছে।
আজ বৃহস্পতিবার মতিঝিলের এজিবি কলোনীর কমিউনিটি সেন্টারে শহর সমাজসোব কার্যালয়-২, রমনা, ঢাকা আয়োজিত বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিধবা ভাতা ঢাকার বাইরে চালু থাকলেও ঢাকায় কেন নেই তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে অসহায় মানুষদের জন্য নানা রকম ভাতা প্রথার প্রচলণ করেন।
তিনি বলেন, শিঘ্রই ঢাকায় বিধবা ভাতা প্রদানের ব্যবস্থা নেয়া হবে। ভাতা বিতরন নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না।
রাশেদ খান মেনন আরো বলেন, দেশের যে কোন প্রান্ত থেকে কোন দুর্নীতির অভিযোগ পেলে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। মন্ত্রী অসহায় মানুষদের কাছ থেকে টাকা না নিতে সকল মেম্বার ও চেয়ারম্যানদের সতর্ক করে দেন।
