ভারত : জাতীয় ক্যাম্পে ফিরলো ‘দঙ্গল গার্লস’
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৪২ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নিয়ম না-মানার কারণে এশিয়াডের প্রস্তুতি হিসেবে জাতীয় ক্যাম্প থেকে বাদ পড়েছিলেন গীতা, ববিতা, ঋতু এবং সঙ্গীতা৷ অগাস্টে জাকার্তায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে থেকেও বাদ পড়েছিলেন ‘দঙ্গল গার্ল’রা৷ কিন্তু ববিতা ছাড়া বাকি তিন বোনকে জাতীয় ক্যাম্পে ফেরার ছাড়পত্র দিলো রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া৷
লখনউ অনুষ্ঠিত জাতীয় ক্যাম্পে অংশগ্রহণ না-করার জন্য ফোগত গার্লদের শো-কজ করেছিল ডব্লিউএফআই৷ রেসলিং ফেডারেশনের তোপের মুখে পড়ার পর অসুস্থতার কারণেই লখনউ ক্যাম্পে যোগ দিতে পারেননি বলে জানিয়েছিলেন ববিতা ফোগত৷ ক্যাম্প শুরু হওয়ার তিন দিনের মধ্যে কেন তিনি কোচদের এ বিষয়ে কিছু জানাননি, এ বিষয়ে সাফাই দিয়েছিলেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর৷
ববিতা জানিয়েছিলেন, ‘আমি এখনও ফেডারশনের পক্ষ থেকে কোনও চিঠি পাইনি৷ আমি লখনউ ক্যাম্পে যোগ দিতে পারিনি। কারণ আমার দু’টো হাঁটুতেই চোট রয়েছে৷’ পাশাপাশি রেসলিং ফেডারশনকে পুরো বিষয়টি জানানোর ব্যাপারে ববিতা জানান, ‘আমি নিজে ফেডারেশনকে পুরো বিষয়টি জানাব৷’
বিষয়টি সংবাদ মাধ্যমে আসার পরই হরিয়ানার বিখ্যাত কুস্তিগীর ফোগত পরিবারের চার বোনের মধ্যে তিনজন ডব্লিউএফআই-কে লিখিত ব্যাখা দেন৷ বৃহস্পতিবার তিন ‘দঙ্গল গার্ল’-এর ব্যাপারে আবার নিজেদের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করে ডব্লিউএফআই৷ গীতা, ঋতু এবং সঙ্গীতার ব্যাখায় সন্তুষ্ট হয়েই তাদের জাতীয় ক্যাম্পে ফেরার অনুমতি দিল ভারতের রেসলিং ফেডারেশন৷
এদিকে ববিতার পক্ষে কোন রকম মেইল বা চিঠি না পাওয়াতে ববিতাকে জাতীয় ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেয়নি ডব্লিউএফআই৷ ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভুষন সরণ সিং জানিয়েছেন জাকার্তা এশিয়াডেও অংশগ্রহণের সুযোগ থাকছে না ববিতার৷
গোল্ড কোস্টে ২১তম কমনওয়েলথ গেমসে রুপোতেই থামতে হয়েছে ভারতের সবচেয়ে চর্চিত কুস্তি-পরিবারের মেয়ে ববিতা কুমারীকে৷ ‘দঙ্গল গার্লদের’ আর এক বোন ভিনেস ফোগত মেয়েদের ৫০ কেজি ফ্রি-স্টাইলে কানাডার জেসিকা ম্যাকডোনাল্ডকে হারিয়ে গোল্ড কোস্টে সোনা জিতেছেন৷
