ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১০:৪১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী মাসে ১০ থেকে ২২ জুন হংকংয়ে বসবে ইমার্জিং এশিয়া কাপের আসর। উক্ত টুর্নামেন্টকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের নিয়ে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৯ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। ঘোষিত এই দলে লতা মণ্ডলকে অধিনায়ক ও সোবহানা মোস্তারিকে সহ-অধিনায়ক করা হয়েছে। টুর্নামেন্ট খেলতে আগামী ১০ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা।

এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং । ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

বাংলাদেশ দল ১২ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার বিপক্ষে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে লতার দল। সবশেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ জুন বাংলাদেশ মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

বাংলাদেশ নারী দল : লতা মণ্ডল (অধিনায়ক), সুবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝরনা আক্তার, রুবেয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।