ছুটির দিনে জমজমাট বসুন্ধরা সিটি
শফিকুল ইসলাম শান্ত
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৩২ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:১৮ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার
ঈদের কেনাকাটায় মুখরিত বসুন্ধরা সিটি শপিং মল। ছবি : উইমেন নিউজ
ঈদকে সামনে রেখে ইতিমধ্যে রাজধানীর শপিংমল, মার্কেট, ফুটপাতগুলো জমে উঠতে শুরু করেছে। আজ শুক্রবার সরকারি ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে গিয়ে দেখা যায় সেখানে রয়েছে কেনাকাটার মাঝারি চাপ। দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, বেচাকেনা এখনও সেভাবে শুরু হয়নি। তবে কেউ কেউ আগেভাগেই কিছু কেনাকাটা সেরে নিচ্ছেন।

দোকানিরা আরও জানান, আজ যেহেতু শুক্রবার তাই ছুটির দিনে ক্রেতা সমাগম অন্য যেকোনো দিনের তুলনায় একটু বেশি।
এদিকে সকালে শপিং মলে ক্রেতা সমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। দুপুরে জুমআর নামাজের পরেই ক্রেতাদের বিপুল জনসমাগম দেখা যায়।
বসুন্ধারা সিটির লেভেল ৪-এর ‘ছোঁয়া’ শাড়ির দোকানের কর্মচারী মো. জাকারিয়া হোসাইন উইমেন নিউজকে জানান, ‘এবার রমজান শুরু হয়েছে মাসের মাঝামাঝি সময়ে। আর এখনও মাস শেষ হতে অনেকদিন বাকি। তাই এই সময় কেউ বেতন বা বোনাস কোনোটাই পায়নি। ফলে তারা কেনাকাটা করছে না। তবে আগামী সপ্তাহ থেকে বেচাকেনা বাড়বে।’
ইনফিনিটর ফ্লোর ইনচার্জ আবু সাইম শাকিল জানান, ‘দেখা যাচ্ছে আজ থেকে ক্রেতারা কেনাকাটা শুরু করেছে। এ কারণে অনেক লোকের সমাগম। কিন্তু তাদের অধিকাংশই এসেছে বাজারের কি অবস্থা সেটা ঘুরে দেখতে, কেনাকাটা করতে নয়।’
সিটি বিশ্ববিদ্যালয়ের ইভা নওশীন। বান্ধবীদের সঙ্গে এসেছেন কেনাকাটা করতে। তিনি জানান, ‘এখন অল্প কিছু কেনাকাটা করেছি। কিছুদিন পরে যখন নতুন আরও কালেকশন আসবে তখন বাকিগুলো সেরে ফেলবো। এখন আপাতত দেখছি। পরে ডিসাইড করবো।’
একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত সিমিন হোসাইন উইমেন নিউজকে জানান, ‘শেষের দিকে ভিড় ঠেলে কেনাকাটা করা বেশ কষ্টসাধ্য। তাই আগে ভাগেই কেনাকাটা করে ফেলছি।’

এদিকে বাজার ঘুরে দেখা যায়, এখানে থ্রি পিসের মূল্য সর্বনিম্ন এক হাজার ৯৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট হাজার ৫০০ হাজার টাকা। মেয়েদের কুর্তি বিক্রি হচ্ছে ৮০০ টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার ৫০০ টাকায়। স্কার্ট ও টপস পাওয়া যাচ্ছে এক হাজার ৬০০ টাকা থেকে চার হাজার ৫০০ টাকার মধ্যেই।
তবে সবচেয়ে বেশি চাহিদা শাড়ির। শাড়ি পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার মধ্যে। মেয়েদের ওয়েস্টার্ন ড্রেস মিলছে এক হাজার ৩৫০ টাকা থেকে এক হাজার ৮৫০ টাকায়।
‘টিনএজ কালেকশন’-এর সর্বনিম্ন মূল্য এক হাজার ৪৫০ টাকা থেকে আট হাজার টাকার মধ্যে। এ ছাড়া বিভিন্ন পার্টি ড্রেস পাওয়া যাচ্ছে এক হাজার ৭৫০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ৭৫০ টাকা পর্যন্ত। আর মেয়েদের আকর্ষণীয় গাউন পাওয়া যাচ্ছে চার হাজার ৭৯০ টাকা থেকে পাঁচ হাজার ৪৫০ টাকার মধ্যে।
