দুই মামলায় খালেদা জিয়ার জামিন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার
কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার ছয় মাসের জামিন মঞ্জুর আর নড়াইলের মামলায় জামিন খারিজ করেছেন হাই কোর্ট। বিচারপতি এ বি এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
নাশকতার অভিযোগে করা কুমিল্লার দুই মামলা ও মানহানির অভিযোগে নড়াইলের এক মামলায় জামিন চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ঠিক করেন হাইকোর্ট।
রোববার দুপুরে, জামিন আবেদনের ওপর শুনানিতে খালেদা জিয়ার পক্ষে অংশ নেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী এবং মাহাবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও মো. বশির উল্লাহ।
নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ও বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দু`টি এবং নড়াইলে মানহানির অভিযোগে করা এক মামলায় ২০ মে জামিনের আবেদন করেন খালেদা জিয়া। এর মধ্যে বাস পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় জামিন আবেদনের ওপর গেল বৃহস্পতিবার তৃতীয় দিনে শুনানি শেষ হয়। আর বাকি দুই মামলায় রোববার শুনানি হয়। তবে, খালেদা জিয়ার বিরুদ্ধে আরও অন্তত চারটি মামলা রয়েছে। সেগুলোতে জামিন পেলেই কেবল তিনি মুক্তি পেতে পারেন।
