ছুটি কাটিয়ে নারী ফুটবলাররা ফিরছেন ক্যাম্পে
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার
ছুটি কাটিয়ে নারী ফুটবলাররা ফিরছেন ক্যাম্পে
ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরতে শুরু করেছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। ক্যাম্পে থাকতে থাকতে নারী ফুটবলাররা ক্লান্তই হয়ে পড়েছিলেন। তাই বাফুফের ক্যাম্প হতে ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছিল।
ক্যাম্প খালি করে দেওয়া হয়েছিল। ফুটবলাররা ছুটি কাটিয়ে এখন আবার ক্যাম্পে ফিরতে শুরু করেছেন। গতকালই পাঁচ দিনের ছুটি শেষ হয়েছে। অনেকেই চলে এসেছেন। বিকালে-সন্ধ্যায় ফিরেছেন। অন্যরা আজই ফিরবেন।
জাতীয় নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু জানিয়েছেন কৃষ্ণা রাণী সরকার, সানজিদা, রিয়া, রূপনা চাকমা ঋতুপর্ণাসহ ১৫ জন চলে এসেছেন। অন্যরাও এসে যাবেন।’
বাফুফের ক্যাম্পে ৫৯ ফুটবলার বছর জুড়ে অনুশীলনে থাকেন। সিনিয়র ফুটবলাররা ছুটি কাটিয়ে ফিরলেও জুনিয়র ফুটবলাররা একটু বেশি সময় ছুটি পাচ্ছেন। কারণ তারা ঈদুল ফিতরের সময় ক্যাম্পে ছিলেন। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ছিল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের খেলোয়াড়দের আগামী ঈদুল আজহা পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।
মাহফুজা আক্তার কিরণ জানান, সিনিয়র ফুটবলাররা ক্যাম্পে ফিরেছেন আর জুনিয়ররা একটু বেশি ছুটি কাটাবেন।
তিনি বলেন, ‘সিনিয়র ফুটবলারদের প্রীতি ম্যাচ আছে। তা ছাড়া এশিয়ান গেমস ফুটবলের প্রস্তুতির বিষয় রয়েছে।’
সিনিয়র ফুটবলারদের মধ্যে অনেকেই বাড়িতে যাননি। তারা বাড়িতে ছুটি না কাটিয়ে পছন্দের জায়গায় ছুটি কাটাতে গিয়েছিলেন।
ছুটি কাটিয়ে ক্যাম্পে ফেরা কৃষ্ণা সংবাদ মাধ্যমকে জানান তারা খাগড়াছড়ি গিয়েছিলেন। আনুচিংদের বাসায় ঘুরতে গিয়েছিলেন। রাতে সেই বাড়িতেই অবস্থান করেছেন।
