নারী বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ফিফার চুক্তি
স্পোর্টস ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
২০২৩ সালের নারী বিশ্বকাপ টেলিভিশনে সম্প্রচারের জন্য ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে করে ইউরোপের ৩৪টি দেশের জনগণ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের নারী বিশ্বকাপ খেলা উপভোগ করতে পারবে।
এ চুক্তির ফলে এ বিশ্বকাপ প্রতিযোগিতার সম্প্রচার অধিকার নিয়ে ফিফার সঙ্গে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্যের সঙ্গে মনোমালিন্য এড়ানো গেছে।
ফিফা বলছে, আসন্ন নারী বিশ্বকাপ সম্প্রচারের জন্য চুক্তির আওতায় ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নের নেটওয়ার্ক ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এবং যুক্তরাজ্যের পাঁচটি প্রধান বাজারকে প্রসারিত করতে পেরে ফিফা আনন্দিত৷
পুরুষ বিশ্বকাপ সম্প্রচারের জন্য প্রদত্ত অর্থের তুলনায় নারী বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে যথেষ্ট কম পরিমান অর্থ প্রস্তাব করার কারণে ফিফা সভাপতি ইনফ্যান্টিনো ওই পাঁচ ইউরোপীয় দেশগুলির সমালোচনা করেন।
কম অর্থে প্রস্তাবের বিষয়ে ওই পাঁচ দেশের অজুহাত ছিল এই বিশ্বকাপে ওই মহাদেশে অনুষ্ঠিতব্য খেলাগুলো ইউরোপে ভোর বেলা সম্প্রচার হবে। ফিফা সভাপতি একে খোঁড়া যুক্তি হিসেবে উড়িয়ে দেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ২০ জুলাই অনুষ্ঠিতব্য ২০২৩ সালের নারী বিশ্বকাপ ২০ আগস্ট পর্যন্ত চলবে। এই বিশ্বকাপে ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএসএস
/
