দেহের টুকরোগুলো কি নারীর!
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:১৮ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার | আপডেট: ১০:৩১ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার
রাজধানীর ভিন্ন ভিন্ন এলাকা থেকে মানবদেহের বিচ্ছিন্ন করা অংশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে এ অংশগুলো কোনো নারীর।
মালিবাগ-মৌচাক উড়ালসড়কের ওয়ারলেস গেটের কাছে হোটেল সিটি স্টারের সামনে থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে থেকে অজ্ঞাত একজনের দুই হাত ও দুটি পা উদ্ধার করেছে রমনা থানার পুলিশ। কাল রাত ১১টার দিকে মানবদেহের এই অঙ্গগুলো উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই হাত-পা উদ্ধার করা হয়। দুটি হাতই বাহু থেকে কাটা এবং দুই পা হাঁটু থেকে কাটা। দুই হাতেই চুড়ি পরা ছিল। ধারণা করা হচ্ছে, অঙ্গগুলো কোনো নারীর।
আজ সোমবার বেলা ১১টার দিকে আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিপরীত রাস্তার পাশ থেকে একটি ব্যাগের মধ্যে থেকে অজ্ঞাতজনের গলা থেকে নাভি পর্যন্ত অংশ উদ্ধার করা হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার শামীম হোসেন জানান, উদ্ধার করা মানবদেহের অংশটি কোনো নারীর।
এদিকে ধারনা করা হচ্ছে রাজধানীর দুই এলাকায় প্রাপ্ত দেহের টুকরোগুলো কোনো নারীর।
