ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ১২:১৮:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অফিস পার্টিতে মদপান করে তরুণীর মৃত্যু, ৪ সহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ১৮ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ‘থিংকিং ক্র্যাফট’ নামে একটি প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে মদপান করে হোস্টেলে ফেরার পর অসুস্থ হয়ে মারা গেছেন মাহফুজা খাতুন (২২) নামে এক তরুণী।

শনিবার (১৭ জুন) তরুণীর বাবা মোহাম্মদপুর থানায় মামলা করলে ‘থিংকিং ক্র্যাফট’র মালিক সাফওয়ান বিন মোয়াজ্জেমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন নারী সহকর্মী রয়েছেন।

মৃত মাহফুজা খাতুন লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স এ টেক্সটাইল বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি ওই প্রতিষ্ঠানটিতে চাকরি করতেন। লালমাটিয়ার একটি ছাত্রী হোস্টেলে থাকতেন ওই শিক্ষার্থী।

এ ঘটনায় তরুণীর বাবা মামলা দায়ের করেন। মামলায় তিনি তুরাজ, সাফয়ান বিন মোয়াজ্জেম, মো. রানা, ঐশী, অমি চক্রবর্তী, তানজিলা জান্নাত ও তানজু নামে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মচারীদের আসামি করেছেন। পরে পুলিশ ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের বোতল উদ্ধার করে এবং আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে।

শনিবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, তরুণী যে প্রতিষ্ঠানে চাকরি করতেন গত বৃহস্পতিবার সেটির বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে রাতে অফিস পার্টি ছিল। সেখানে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মদও ছিল। ওই তরুণী মদপান করেছিলেন। পার্টি শেষে শুক্রবার ভোরে হোস্টেলে ফেরেন ওই তরুণী। কিছু সময় পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা সন্ধ্যায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কী কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে বা তাকে ধর্ষণ করা হয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।