পতিত জমিতে সবজি-মাছ চাষ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
সাতক্ষীরার ব্যাটালিয়ন চত্বরে পতিত জায়গায় মৌসুমি শাক সবজি, ফল, ফুলের চাষ করা হয়েছে। পাশাপাশি পুকুরে চাষ করা হয়েছে মাছ। যা দেখলে চোখ জুড়িয়ে যায়। জেলা ব্যাটালিয়নের পরিচালক এনামুল খানের নির্দেশনায় এ ফসল ফলিয়েছেন উক্ত ব্যাটালিয়নের সদস্যরা।
ব্যাটালিয়ন চত্বর যেন সেজেছে প্রকৃতির সৌন্দর্যে। এখানে বিভিন্ন প্রকার শাক-সবজি যেমন পালং শাক, পাটশাক, লালশাক, কলমিশাক, পুঁইশাক, পুদিনা, বেগুন, গাজর, বরবটি, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সিম, করলা চাষ করার পাশাপাশি পুকুরে মাছ চাষ করা হয়। এছাড়াও ফলজ বৃক্ষের মধ্যে রয়েছে পেঁপে, কলা, আম, কাঁঠাল ইত্যাদি।
উৎপাদিত সব শাক-সবজি সুলভ মূল্যে বিক্রি করা হয়। যা ব্যাটালিয়নের সৈনিক মেস, কমান্ডার মেস, ও অফিসার মেসসহ সকলে ক্রয় করে থাকেন এবং বিক্রিত মূল্য ৩০ আনসার ব্যাটালিয়নের লোকাল ফান্ডে জমা করা হয়।
শাক সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছাড়াও সব ধরনের পুষ্টি সরবরাহ করে। ব্যাটালিয়নে চাষকৃত এই নির্ভেজাল শাক-সবজি ও ফলমূল পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আয়ের উৎস হিসেবে ভূমিকা পালন করছে।
ব্যাটালিয়নের সদস্যরা ভেজালমুক্ত শাক-সবজি খেতে পারছে। একই সঙ্গে বাজারের ওপর কিছুটা হলেও চাপ কম পড়ছে। শাক-সবজির ক্ষেতগুলো পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।
